সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সপ্তম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহ এর অ্যাসাইনমেন্ট ০৬ ফেব্রুয়ারি ২০২২ প্রকাশ করা হয়েছে। ৭ম শ্রেণির ১ম সপ্তাহ বাংলা এসাইনমেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম যথা নিয়মে চালু থাকবে। আপনি যদি এখান থেকে সপ্তম শ্রেণির Bangla, এসাইনমেন্ট এর পিডিএফ ফাইলটি পড়তে বা সংরক্ষণ করতে চান তবে আপনি অ্যাসাইনমেন্টটি ডাউনলোড করে মুদ্রণ করে Assignment আপনার পছন্দমতো ব্যবহার করতে পারবেন। নিচে সপ্তম শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট পিডিএফ (pdf) ফাইল এবং উত্তর বা সমাধান দেওয়া হবে আপনি চাইলে ডাউনলোড ( Download ) করতে পারবেন কিংবা পড়তে পারবেন।
এই লেখার বিষয়বস্তু সমূহ:
Class Seven One week Assignment Questions PDF File And Answer | ৭ম শ্রেণির ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর বা সমাধান
সপ্তম শ্রেণির ১ম সপ্তাহ শিক্ষার্থীদের জন্য বাংলা Assignment এর প্রশ্ন প্রদান করেছে। সপ্তম শ্রেণির প্রথম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর পিডিএফ (PDF) পড়তে বা ডাউনলোড করতে পারবেন। Class Seven 1 week Assignment Bangla Assignment PDF File নিচের ডাউনলোড বাটন থেকে প্রশ্ন ডাউনলোড করতে পারবেন।
assignment বিস্তারিত জানতে অফিশিয়াল নোর্টিশ দেখুন

কোভিড-১৯ পরিস্থিতিতে ক্লাস ৭ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচি আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১ম সপ্তাহের Bangla, অ্যাসাইনমেন্ট বিতরণ করা হয়েছে। below class Seven 1 week Assignment details

৭ম শ্রেণির পরীক্ষার্থীদের ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট পিডিএফ (PDF) ফাইল নিচের ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করতে পারবে।
আরো পড়ুনঃ Student Unique ID Card ফরম PDF Download ও পূরণের নিয়ম
সপ্তম শ্রেণির ১ম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট উত্তরপত্র বা সমাধান
সপ্তম (৭ম) শ্রেণির ১ম সপ্তাহের Bangla অ্যাসাইনমেন্টের উত্তর আমরা ধাপে ধাপে নিচে আলোচনা করবো। Class 7 one week Bangla Assignment উত্তর প্রশ্নের সাথে উত্তর সমন্বয় করে লিখবে। উওর দেখুন
Assignment Start
অ্যাসাইনমেন্টঃ
সমাজ ও সভ্যতা গঠনের শ্রমজীবী মানুষের অবদান।
শিখনফল/বিষয়বস্তুঃ
আর্থসামাজিক পেশা গোষ্ঠীর অবদান বর্ণনা করতে পারবে।
নির্দেশনাঃ
- পাঠ্যবই থেকে কুলি মজুর কবিতা পড়তে হবে।
- একজন শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে
সপ্তম শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট কাজের ধাপের নির্দেশনাঃ
- শ্রমজীবীর পরিচয়
- বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি
- একজন শ্রমজীবী মানুষের জীবন যাপনের বিবরণ
- সমাজ ও সভ্যতা নির্মাণের শ্রমজীবী মানুষের অবদান।
ক) নং প্রশ্নের উত্তরঃ শ্রমজীবী মানুষ
শ্রমজীবী মানুষঃ সাধারণ ভাবে যারা পরিশ্রম করে তারাই শ্রমিক। প্রচলিত অর্থে সমাজে যারা অন্যের অধীনে অর্থের বিনিময়ে পরিশ্রম করে তাদেরকে শ্রমিক বলা হয়। যে সকল পেশার মানুষ কাযিক শ্রম বা দৈহিক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন তাদের শ্রমজীবী মানুষ বলা হয়।
আরো পড়ুনঃ ইউনিক আইডি কার্ড কি ও কেন এর জন্য কি কি লাগবে। Student Unique Id card
খ) নং প্রশ্নের উত্তরঃ বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি
বিভিন্ন পেশার মানুষের তালিকাঃ আমাদের দেশে নানান ধরনের শ্রমজীবী মানুষ আছেন। শিক্ষক কৃষক, শ্রমিক, দর্জি, চাকরিজীবী, কামার, কুমার, জেলে, ডাক্তার, তাতি, নাপিত, মুচি, ব্যবসায়ী, কুলি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিদুৎমিস্ত্রি,
গার্মেন্টস কর্মী রিকশা চালক, বিভিন্ন কারখালার শ্রমিক ইত্যাদি।
গ) নং প্রশ্নের উত্তরঃ একজন শ্রমজীবী মানুষের জীবন যাপনের বিবরণ
সাক্ষাৎকারের ভিত্তিতে একজন শ্রমজীবী মানুষের যাপনের বিবরণঃ শ্রমজীবী মানুষের জীবনযাপন পরিশ্রমের। তার উপর করোনার কারণে বিশ্বজুড়ে ভিন্ন এক পেক্ষাপট তৈরি করেছে। এসব মানুষ বেঁচে থাকার যুদ্ধ করছেন প্রতিদিন ।আমাদের সমাজের শ্রমজীবী মানুষেরা আজ অবহেলিত, নির্যাতিত। অপমান, লাস্কনা সহ্য করে বেঁচে থাকতে হয় তাদের। আমাদের বাড়ির পাশে বড় একটি বস্তি আছে। সেখানে টিনের ঘরে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ বসবাস করে। সেখানের একটি ছোট ঘরে থাকেল মুমিন ভাই। রাজ মিস্ত্রির জোগালির কাজ করেন তিনি। উনার মাথে কথা বলে জানতে পারলাম কাজ না থাকলে তিন ছেলে-মেয়ে নিয়ে অনেক কষ্টে পড়ে যান । টাকার অভাবে বড় ছেলের পড়া বন্ধ করে দিয়েছেন। ওনার স্ত্রী ও বাসায কাজ করেন, তার পর ও অসুস্ম হলে সঠিক চিকিৎসা সেবা নিতে পারেন না টাকার অভাবে। সারাদিন কাজ করে যা টাকা রোজগার করেন তা দিয়ে বাজার করেই তিনি ঘরে ফিরে আসেন। গ্রামে বৃদ্ধ বাবা-মায়ের জন্য টাকা পাঠাতে হয এই টাকা থেকেই। বস্তিতে নেয় বিশুদ্ধ খাবার পানি, সাথে অসাস্হ্যকর পরিবেশ। এভাবেই তারা দিন এলে দিন খেয়ে, রাত পোহায়, ভোর হয়।
ঘ) নং প্রশ্নের উত্তরঃ সমাজ ও সভ্যতা নির্মাণের শ্রমজীবী মানুষের অবদান।
সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদানঃ শ্রমজীবী মানুষের হাতেই গড়ে উঠেছে মুর সভ্যতা ।গাড়ি চলছে, গড়ে উঠছে দালানকোঠা, কলকারখানা (আধুনিক সভ্যতার নির্মাতা দের কারণে আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি আর পৃথিবী এত সুন্দর। এই যে আমরা এতো সুন্দর দালানে বসবাস করছি এর পিছনে রয়েছে শ্রমজীবী পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছি এই শ্রমজীবী মানুষের অবদানের কারণে। সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের গায়ের ঘাম ও পরিশ্রম জড়িয়ে আছে। আমাদের দেশ আজ চা,পোশাক,মৎস আরো আরে অনেক কিছু রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। তা সম্বপর হচ্ছে শ্রমজীবী মানুষের কারণে । আমরা চাল,নানা শাক সবজি আজ ঘরে বসেই পেয়ে যাচ্ছি তার পিছলে রয়েছে এদের অক্লান্ত পরিশ্রম। [ম্রমরা দৈনন্দিন জীবনে শ্রমজীবী মানুষের সেবা লাভ করি,তাদের ছাড়া চলতে পারি না। তাই তাদের কাজকে ছোট করে দেখার অবকাশ নেই। সকল শ্রমজীবী মানুষের মর্যাদা সমান। আমরা সবাই তাদের শ্রমের প্রতি শ্রদ্ধশীল হব।
Assignment End
এই ছিলো আজকের ক্লাস সপ্তম শ্রেণির বাংলা Assignment এর প্রশ্ন, উত্তরপত্র বা সমাধান। প্রিয় শিক্ষার্থীদের জন্য যারা ক্লাস ৭ 2022 সালের Student। class 7 এর এসাইনমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
ক্লাসেসবিডি সবসময় সবার আগে শিক্ষা তথ্য চাকরির খবর প্রকাশ করে থাকে। যেকোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট এর আপডেট, প্রতিদিনের চাকরির খবর, শিক্ষা নিউজ, স্কুল-কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ পেতে আমাদের ফেসবুকে পেইজে লাইক দিয়ে ক্লাসেসবিডির সাথেই থাকুন