ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ষষ্ঠ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহ এর অ্যাসাইনমেন্ট ০৬ ফেব্রুয়ারি ২০২২ প্রকাশ করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহ বাংলা এসাইনমেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম যথা নিয়মে চালু থাকবে। আপনি যদি এখান থেকে ষষ্ঠ শ্রেণির Bangla, এসাইনমেন্ট এর পিডিএফ ফাইলটি পড়তে বা সংরক্ষণ করতে চান তবে আপনি অ্যাসাইনমেন্টটি ডাউনলোড করে মুদ্রণ করে Assignment আপনার পছন্দমতো ব্যবহার করতে পারবেন। নিচে ষষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট পিডিএফ (pdf) ফাইল এবং উত্তর বা সমাধান দেওয়া হবে আপনি চাইলে ডাউনলোড ( Download ) করতে পারবেন কিংবা পড়তে পারবেন।
এই লেখার বিষয়বস্তু সমূহ:
Class Six One week Assignment Questions PDF File And Answer | ৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর বা সমাধান
ষষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহ শিক্ষার্থীদের জন্য বাংলা Assignment এর প্রশ্ন প্রদান করেছে। ষষ্ঠ শ্রেণির প্রথম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর পিডিএফ (PDF) পড়তে বা ডাউনলোড করতে পারবেন। Class Six 1 week Assignment Bangla Assignment PDF File নিচের ডাউনলোড বাটন থেকে প্রশ্ন ডাউনলোড করতে পারবেন।
assignment বিস্তারিত জানতে অফিশিয়াল নোর্টিশ দেখুন

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচি আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১ম সপ্তাহের Bangla, অ্যাসাইনমেন্ট বিতরণ করা হয়েছে। below class six 1 week Assignment details

৬ষ্ঠ শ্রেণির পরীক্ষার্থীদের ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট পিডিএফ (PDF) ফাইল নিচের ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করতে পারবে।
ষষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট উত্তরপত্র বা সমাধান
ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির ১ম সপ্তাহের Bangla অ্যাসাইনমেন্টের উত্তর আমরা ধাপে ধাপে নিচে আলোচনা করবো। Class 6 one week Bangla Assignment উত্তর প্রশ্নের সাথে উত্তর সমন্বয় করে লিখবে। উওর দেখুন
Assignment Start
অ্যাসাইনমেন্ট নম্বর: ১
অ্যাসাইনমেন্ট (শিরোনামসহ): বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়।
শিখনফল/ বিষয়বস্তুঃ শিখনফল ২৮: বিশেষ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি ভালোবাসার পরিচয় দিতে পারবে।
অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):
নির্দেশনাঃ
- পাঠ্যবই থেকে ‘মিনু’ গল্প ও পাঠ পরিচিতি অংশ পড়তে হবে।
- ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৮১ পৃষ্ঠার ‘বাংলাদেশের শিশু অধিকার অধ্যায়টি পড়ে নিতে পারো
ষষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট কাজের ধাপের নির্দেশনাঃ
- প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে।
- আমি যা যা পারি আর যা যা পারি না তার তালিকা তৈরি
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অসুবিধা চিহ্নিত করা
- প্রতিবন্ধী মানুষের জন্য কি করা হয় তা উল্লেখ
ক নং প্রশ্নের উত্তরঃ প্রতিবন্ধিতা
বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের স-নণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা। ইমপেয়ারমেন্ট হলো দেহের কোন অংশ বা তন্ত্র যদি আংশিক বা সম্পূর্ণভাবে, ক্ষণস্থায়ী বা চিরস্থায়ী ভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটিকেই বোঝায়।
খ নং প্রশ্নের উত্তরঃ আমি যা যা পারি আর যা যা পারি না তার তালিকাঃ
আমি যা যা পারি
- আমি হাটতে পারি
- গান গাইতে পারি
- নাচতে পারি
- বই পড়তে পারি,
- গল্প লিখতে পারি
- সাইকেল-চালাতে পারি
- খেলাধুলা করতে পারি
- ছবি আঁকতে পারি
আমি যা যা পারি না:
- ঘুড়ি উড়াতে পারি না
- সাইকেল চালাতে পারিনা
- সাতার কাটতে পারি না
- গিটার বাজাতরেঁপারি না
- ইংরেজিতে কথা বলতে পারি না
- একা কেগপ্লাও বেড়াতে যেতে পারি না।
- রান্না করতে পারি না
গ নং প্রশ্নের উত্তরঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অসুবিধাসমূহঃ
১। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হীনমন্যতায় ভোগে।
২) একাকীত্বে ভুগবে।
৩। সবার সাথে নিজেকে মানিয়ে চলতে পারে না।
৪। সামাজিক পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না।
৫। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস চার্ট মডেল দরকার হয় ও সাধারণ বিদ্যালয় সেই সুবিধা কম পাওয়া যায়।
ঘ নং প্রশ্নের উত্তর প্রতিবন্ধী মানুষের জন্য আমরা কি কি করতে পারি তা উল্লেখ করা হলো
১। যত শীঘ্র সম্ভব শিশুর জন্য পরিবারকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পিতা-মাতার সাথে শিশুর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায় ।
২। বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি।
৩। সব সময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি।
৪। তাদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে নানাভাবে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি।
৫। প্রতিবন্ধী মানুষেরা কোন সমস্যার সম্মুখীন হলে তার সাহায্যে এগিয়ে আসতে পারি। যেমন, একজন দৃষ্টি প্রতিবন্ধী তার নিজ গন্তব্যে হারিয়ে ফেললে তার গন্তব্যে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য
৬। একজন শারীরিক প্রতিবন্ধী চলতে অসুবিধা হলে তখন তাকেসাহায্য করতে পারি।
Assignment End
এই ছিলো আজকের ষষ্ঠ শ্রেণির বাংলা Assignment এর প্রশ্ন, উত্তরপত্র বা সমাধান। প্রিয় শিক্ষার্থীদের জন্য যারা ক্লাস ৬ 2022 সালের Student। class 6 এর এসাইনমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
ক্লাসেসবিডি সবসময় সবার আগে শিক্ষা তথ্য চাকরির খবর প্রকাশ করে থাকে। যেকোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট এর আপডেট, প্রতিদিনের চাকরির খবর, শিক্ষা নিউজ, স্কুল-কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ পেতে আমাদের ফেসবুকে পেইজে লাইক দিয়ে ক্লাসেসবিডির সাথেই থাকুন