বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সেনাবাহিনীর বেসামরিক পদে ২৩৯ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ২৮ জুন, ২০২২পর্যন্ত।
এই লেখার বিষয়বস্তু সমূহ:
২৩৯টি সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ (২০২২) দেয়া হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেসামরিক / অসামরিক পদে ১১তম হতে ২০তম গ্রেডে ৬৩টি ক্যাটাগরিতে মোট ২৩৯ জনকে নিয়োগ দেয়া হবে।
- প্রতিষ্ঠান : বাংলাদেশ সেনাবাহিনী
- মোট পদের সংখ্যা : ২৩৯টি
- আবেদনের মাধ্যম : ডাকযোগে
- আবেদনের শেষ তারিখ : ২৮ জুন ২০২২
আরো পড়ুনঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সেনাবাহিনীতে আবেদনের শেষ তারিখ, প্রার্থীর বয়স ও কোন পদে কত জন
সেনাবাহিনীতে অসামরিক পদে আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২। আবেদন পাঠানোর ঠিকানা, আবেদন ফরম ও বিস্তারিত জানা যাবে www.army.mil.bd ওয়েবসাইটে অথবা https://www.army.mil.bd/Job-Circulation-List লিংকে।
প্রার্থীর বয়স ২৮ জুন ২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
মালি- ৪, আয়া- ১, ধোপা- ১, সহিস- ২, ফিটার- ১, টার্নার- ১, প্যাকার- ১,
ভিউয়ার- ১, টিনস্মিথ- ১, ওয়ার্ড বয়- ১, টেইলার- ২, পেইন্টার- ৪,
স্টোরম্যান- ৬, ফায়ার ক্র- ১, ব্ল্যাক স্মিথ- ১, কম্পাউন্ডার- ১,
কার্পেন্টার- ২, বুট মেকার- ১, টুল মেকার- ১, ড্রাফটসম্যান- ১, ইএন্ডবিআর- ১,
ফায়ারম্যান- ১, কম্পোজিটর- ১, ইম্পোজিটর- ১, এসএএসআই- ১,
সুপারভাইজার- ১, হেড মেকানিক- ১, আপহোল্ডস্টার- ১, মেসওয়েটার- ৩৪,
ইন্সেমিনেটর- ১, সহকারি বাবুর্চি- ১০, অফিস করণিক- ২৭, নিরাপত্তা প্রহরী- ১২,
সাইকেল ফিটার- ১, সহকারি প্যাকার- ১, ব্ল্যাক স্মিথ (স্কিন্ডা)- ১, জিসি’স- ৩,
চার্জ হ্যান্ড মেকানিক- ১, শ্রমিক- ২৭, একচেঞ্জ অপারেটর- ৫, হসপিটাল অর্ডারলি- ১,
বেঞ্চ ফিটার- ৩, মেশিনিস্ট (এসএস-১)- ১, মেশিনিস্ট (এসএস-২)- ১, ব্ল্যাক স্মিথ- ১,
ল্যাবরেটরি এটেনডেন্ট- ১, মেইনটেনেন্স টেকনিশিয়ান- ১, আপহোল্ডার (এইচএস-১)- ১,

ক্লাসেসবিডি সবসময় সবার আগে শিক্ষা তথ্য চাকরির খবর প্রকাশ করে থাকে। যেকোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট এর আপডেট, প্রতিদিনের চাকরির খবর, শিক্ষা নিউজ, স্কুল-কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ পেতে আমাদের ফেসবুকে পেইজে লাইক দিয়ে ক্লাসেসবিডির সাথেই থাকুন